সোমবার, ১৭ আগস্ট, ২০২০

এক গরিব জেলে অনেকক্ষন নদীর ধারে বসে থাকার পরে একটি মাছ ধরতে পারলো

এক গরিব জেলে অনেকক্ষন নদীর ধারে বসে থাকার পরে একটি মাছ ধরতে পারলো। সে খুশি হলো কারণ সারাদিন অভুক্ত থাকবার পর সে এই মাছটি দিয়ে নিজের ক্ষুধা নিবৃত্তি করতে পারবে। সে মাছ যখন ডাঙ্গায় তুললো, এমন সময় আর একজন লোক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিলো আর তার মাছ নিয়ে নিলো। সেই ব্যক্তি কাকুতি মিনতি করে বলতে লাগলো যে অনেক কষ্টে সে এই মাছটি পেয়েছে, এটি দয়া করে তাকে দিয়ে দেওয়া হোক। কিন্তু অন্য লোকটি তার কথায় কোনো আমল না করে হাসতে হাসতে মাছটি নিয়ে চলে গেল। কিন্তু পথে ঘটলো এক বিপত্তি। ওই মাছ ছিল জিওল মাছ, সে লোকটির হাতে প্রচন্ড জোরে কাঁটা ফুটিয়ে দিয়ে এক ঝাঁপ দিয়ে নদীতে চলে গেল। লোকটি যন্ত্রনায় ছটফট করে উঠলো। তার হাতে ফুটো হয়ে গিয়েছিল আর রক্ত পড়ছিল। ডাক্তারের কাছে ছুটলো। ডাক্তার বললো খুব গভীর ঘা, আমি ব্যান্ডেজ করে দিচ্চি। চারদিন বাদে আসুন, যথারীতি লোকটি চারদিন বাদে এল, তার হাতের পট্টি খোলা হলো আর দেখা গেল পচন ধরতে শুরু করেছে, ডাক্তার বললো যে আঙ্গুল কেটে বাদ দিতে হবে, তারপর আবার পট্টি করলো, বললো চারদিন বাদে আসুন দেখব ঘা শুকিয়েছে কিনা, চারদিন বাদে লোকটির হাতের পট্টি খুলে ডাক্তার দেখলো পচন আরো বেড়ে গেছে, ডাক্তার বললেন কব্জি অবধি কেটে বাদ দিতে হবে। কব্জি বাদ হয়ে গেল লোকটির, ব্যান্ডেজ করা হলো। তার আরো কিছুদিন বাদে যখন ব্যান্ডেজ খোলা হলো, দেখা গেল পচন কিছুমাত্র কমেনি। উল্টে বেড়েছে, ডাক্তার বললো গোটা হাত বাদ দিতে হবে। এইবার লোকটির মনে ভয়  ঢুকে গেলো সে ডাক্তারকে বললো যে ডাক্তার আমি বড় ভুল করেছি, আমাকে এখুনি নদীর ধারে নিয়ে চলুন। নদীর ধারে সে দেখা পেলো প্রথম লোকটির, সে ব্যাকুল হয়ে লোকটিকে জিজ্ঞেস করলো ভাই! কি অভিশাপ দিয়েছো আমাকে? বলো তুমি? প্রথম লোকটি বলল আমি তোমায় কোনো অভিশাপ দিইনি। তুমি সেদিন চলে যাবার পরে আমি কেবল আকাশে মুখ তুলে বলেছি যে ঈশ্বর! ও আমাকে ওর শক্তি দেখালো। তুমি ওকে তোমার শক্তি দেখিয়ে দিও।

শিক্ষা নিন।দুর্বলের ওপর সবল হয়ে যদি অত্যাচার করেন তবে জেনে রাখবেন। সর্বশক্তিমান আপনাকে ক্ষমা করবেন না।