
আর টোপরের রঙ
#সাদা হয় এইকারণে.... যেহেতু সাদা রঙ সাহসের প্রতীক। সংসার জীবনের সফরে কোনও বাধা-বিপত্তি সমস্যায় ভীত না হয়ে নব দম্পতি যাতে সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তাছাড়া সাদা রঙ শুভ্রতা ও পবিত্রতার প্রতীক, নবদম্পতি যেন একটি সুন্দর স্বচ্ছ মধুময় পবিত্র সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয় তাই টোপরের রঙ হয় সাদা।