বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

মালা জপ করার নিয়মাবলীঃ

 মালা জপ করার নিয়মাবলীঃ

#প্রশ্ন : হরেকৃষ্ণ মহামন্ত্র নামাপরাধ হীন
হয়ে কিভাবে জপ করবেন ?
#উওর :জপ মালায় ১০৮টি গুটি
থাকে,একদিকে বড়গুটি অন্য দিকে ছোটগুটি
থাকে। বড়গুটি এবং ছোটগুটির সংযোগ
স্থলে একটি ঘটের মতো গুটি থাকে যাকে
মেরুগুটি বলা হয়। হরেকৃষ্ণ মহামন্ত্র জপ
শুরু করার পূর্বে ডানহাত দিয়ে মেরুগুটি ধরে
তিনবার পঞ্চতত্ত্ব মন্ত্র
(জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর
ভক্তবৃন্দ) জপ করতে হয়। তারপর
তর্জনী অঙ্গুলী স্পর্শ না করে মধ্যমা ও
বৃদ্ধাঙ্গুলি দিয়ে বড় দিকের প্রথম গুটিটি
ধরে হরেকৃষ্ণ মহামন্ত্র
"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে
হরে,হরে রাম হরে রাম রাম রাম হরে হরে"
সুষ্পষ্ট ভাবে উচ্চারণ করে জপ করতে হয়,
যাতে নিজের কানে শোনা যায় । এরপর
দ্বিতীয় গুটিটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে ধরে জপ
করতে হবে। মনে রাখবেন একটি গুটিতে
যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না
হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোবেন
না। এই ভাবে জপ করতে করতে আপনি
মেরুগুটির পাশ্বে ছোট গুটির কাছে
পৌঁছবেন।এখন আপনার এক মালা জপ হয়ে
গেল।মনে রাখবেন মেরুগুটি টপকে গেলে হবে
না । পুনরায় যখন জপ শুরু করবেন তখন
পঞ্চতত্ব মন্ত্র জপ করে মালাটা ঘুরিয়ে
নিয়ে ছোটগুটির
দিকটি সামনে আনতে হবে এবং ছোট দিকের
প্রথম গুটিটি ধরে পূর্বের মতো হরেকৃষ্ণ
মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে
বড়গুটির দিকে এগোবেন ।এইভাবে আপনি
প্রতিদিন দুই, চার, আট দশ অথবা ষোল এই
রকম জোড় সংখ্যক মালা জপ করতে
পারেন কিন্তু এক তিন পাঁচ এই রকম
বিজোড় সংখ্যক মালা জপ করা যাবে না।
চার বার ষোল মালা জপ করলে এক লক্ষ
বার হরিনাম করা হয় ।
নিজে মালা জপ করুন
অন্যকে মালা জপ করতে অনুপ্রাণিত করুন।
May be an image of 1 person