বর্ণ প্রথা সম্পর্কে পোস্ট।
ব্রাহ্মণ কে?

--------------------------------(ঋগবেদ-৭.১০৩.৮)
ক্ষত্রিয় কে?

-------------------------------(ঋগবেদ-১.৬৬.৮)
বৈশ্য কে?

------------------------------(অর্থববেদ-৩.১৫.১)
শূদ্র কে?

----------------------------(ঋগবেদ-১০.৯৪.১১)
জন্ম যেখানেই হোক কর্মছাড়া বা যোগ্যতা ছাড়া কেউ নিজের উচ্চ আসনের অধিকারী হতে পারে বা। যেমন ---
(ক)প্রীষধ ছিলেন রাজা দক্ষের পুত্র,যিনি পরে শূদ্র হয়েছেন।তিনি তপস্যা দ্বারা মোক্ষ লাভ করেন।(বিষ্ণু পুরাণ ৪.১.১৪)
(খ)নবগরাজা নেদিস্থের পুত্র পরিণত হন বৈশ্যে।তার অনেক পুত্র হয়ে যান ক্ষত্রিয়। (বিষ্ণু পুরাণ ৪.১.১৩)
অজ্যেষ্ঠাসো অকনিষ্ঠাস এতে সং ভ্রাতারো তাবৃধুঃ সৌভগয় যুবা পিতা স্বপারুদ্র এযাং সুদুঘা পুশ্নিঃ সুদিনা মরুদ্ভ।। (ঋগবেদ-৫.৬০.৫)
অনুবাদ: কর্ম ও গুণভেদে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য,কেউ শূদ্র।তাদের মধ্যে কেহ বড় নয়, কেহ ছোট নয়।ইহারা সকলে ভাই ভাই।সৌভাগ্য এবং জননীরুপ।পুরুষার্থী সন্তানই সৌভাগ্য প্রাপ্ত হন।সুতরাং জন্ম নয় বরং গুণ ও কর্ম অনুসারে বর্ণ নির্বাচন হয়।