একটা ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো অনেকেরই নজর এড়িয়ে গেছে।
ইতিহাসে চৌরিচৌরার ঘটনা সবাই নিশ্চয়ই জানেন? যেদিন অসহযোগ আন্দোলনে পুলিশ গুলি চালালে বিক্ষুব্ধ জনতা চৌরিচৌরা থানায় আগুন ধরিয়ে দেয়। তাতে ২৩ জন পুলিসকর্মী ও অফিসার মারা যান।
এই ঘটনার ফলেই গান্ধী তাঁর আন্দোলন প্রত্যাহার করে নেয়। যার প্রেক্ষিতে নেতাজী ক্ষুব্ধ হয়ে বলেছিলেন স্বাধীনতার দ্বারপ্রান্তে এসেও আমরা থেমে গিয়েছিলাম।
যাইহোক‚ পরবর্তী থানায় আক্রমণের ঘটনায় কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ২২৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। বিচার চলাকালীন ছ’জনের মৃত্যু হয়। আট মাস দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৭২ জনের ফাঁসির সাজা হয়, আর বাকিদের দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
এতদিন ভারতের ইতিহাসে এই ঘটনাকে নেগেটিভ দৃষ্টিতেই দেখা হতো। সরকারি পাঠ্যবইতেও তেমন গুরুত্ব পেত না এই ঘটনা! চৌরিচৌরার গুরুত্ব নিয়ে বলা হতো এই ঘটনার ফলে জাতীয় আন্দোলন হিংসাত্মক রূপ নিচ্ছিলো‚ ফলে ব্রিটিশরা আরো অত্যাচার শুরু করতো‚ দেশবাসীকে বাঁচানোর জন্যে গান্ধী এই পদক্ষেপ নেন‚ ব্লা ব্লা ব্লা………
অথচ যেটা সুকৌশলে এড়িয়ে যাওয়া হতো যে পুলিশের গুলিতে অহিংস আন্দোলনকারীরা মারা যাওয়াতেই পাব্লিক অমন হিংস্র হয়ে উঠেছিলো ( মারা যাওয়ার ঘটনা কোনো পাঠ্যবইতে পাবেন না।)
নেহেরুভিয়ান ন্যারেটিভে খুব মোটাদাগে চেপে যাওয়া হয় ব্রিটিশ পুলিশের এই অত্যাচারকে‚ শুধুমাত্র গান্ধীর আবেগকে জাস্টিফাই করার জন্যে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লাখো মানুষের আত্মত্যাগ সেদিন মূহুর্তের মধ্যে ব্যর্থ হয়ে গিয়েছিল গান্ধীজির সাময়িক আবেগের জন্যে।
যাইহোক‚ সেই ঘটনার ১০০ বছর পর অবশেষে ভারত সরকারের কাছে সদর্থক দৃষ্টিভঙ্গি পেলো চৌরিচৌরা। নরেন্দ্র মোদি কোট আনকোট জানিয়ে দিলেন এই ঘটনা ছিলো জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন! (link ফার্স্ট কমেন্টে)
অর্থাৎ সোজা ভাষায় এত বছর পরে চৌরিচৌরার আন্দোলনকারীরা তাদের যোগ্য সম্মান পেলো ভারর সরকারের থেকে।
পুনঃ চৌরিচৌরার ঘটনা ছিলো গান্ধীবাদী ভাবধারার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক! কমিউনিজম আর গনতন্ত্র যেমন পাশাপাশি থাকতে পারে না‚ ইসলাম আর বহুত্ববাদ যেমন পাশাপাশি হাঁটতে পারে না‚ জল আর আগুন যেমন একসাথে থাকতে পারে না‚ গান্ধীবাদ আর চৌরিচৌরাও ঠিক তাই। একজনকে ধরতে গেলে অন্যজনকে ছাড়তেই হবে।
এই চৌরিচৌরার স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য সম্মান প্রদানের দ্বারা ভারত সরকার কি তাহলে গান্ধীবাদকেই অফিসিয়ালি ঝেড়ে ফেলার ইঙ্গিত দিলো? কে বলতে পারে?
https://www.facebook.com/groups/1641414199506584/permalink/2795186334129359/
Credits Souvik Dutta